Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Ansar & VDP

৪নং ডৌয়াতলা ইউনিয়নে সর্বোমোট সরকারি বেতন ভাতা ভুক্ত ৩ (তিন) জন আনসার ভিডিপি আছেন। তাদের নাম নিম্নরুপঃ

ক্রঃ নং
নাম
পিতা/স্বামীর নাম
পদবী
ওয়ার্ড নম্বর
মন্তব্য
০১
মোঃ আফজাল হোসেন
মৃতঃ মধু
ইউনিয়ন কমান্ডার
০২

০২
মোঃ মোস্তফা
মোঃ মজিদ
সহকারী কমান্ডার
০৪

০৩
মোসাঃ ছালমা বেগম
মোঃ ফুল মিয়া
দলনেত্রী
০৫







জনাব, মোঃ আলতাফ হোসেন চৌধুরী, পিতাঃ মৃতঃ আলী হোসেন চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার ।

ইহা ছাড়া ৯ (নয়) জন ওয়ার্ড লিডার রয়েছেন।


আনসার ও ভিডিপির দায়িত্বঃ

১। তিনি দিনে ও রাতে ইউনিয়নের পাহারা ও টহল দারী করবেন।

২। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবেন।

৩। কোন বাধে বা  সেচে ক্ষতি বা ত্রুটি দেখাদিলে অনতি বিলম্বে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন ।

৪। সরকারী কাজের উদ্দেশে যে  কোন স্থানীয় তখ্য সরবরাহ করবেন।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনীকে সহযোগিতা করা।যেমনঃ- জাতীয় ও স্থানীয় নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন আনসার ও ভি.ডি.পি বাছাই ও নিয়োগ প্রদান। আত্মসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিককম্পিউটার, মটরড্রাইভিং, মোবাইল ফোন সে টমেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগীপালন ও মৎস্য চাষসহ বিভিন্ নপেশাভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্নপ্ রশিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ নিশ্চিতকরণ। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করা।