Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

৪নং ডৌয়াতলা ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্বদের নামঃ

এফরান উদ্দিন মুন্সি (হোগলপাতী) ও ছবদার জোমাদ্দার (হোগলপাতী) পঞ্চায়েত হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবুল হাশেম মিয়া (হোগলপাতী) ও আঃ করিম খান নাজির (ভাইজোড়া) প্রেসিডেন্ট, এ.এস.এম গোলাম মাওলা (হোগলপাতী), কাঞ্চন আলী খান (ভাইজোড়া), ডাঃ বিশ্বেশ্বর বিশ্বাস (উত্তর কাকচিড়া), সুলতান আহমেদ মৃধা (ভাইজোড়া), গোলাম সরোয়ার কামাল (হোগলপাতী), সুরাইয়া কামাল মাধুরী (হোগলপাতী), নূর-ই-আলম খান (দক্ষিন ডৌয়াতলা), সাইতুল ইসলাম লিটু মৃধা (ভাইজোড়া), শাহজালাল মৃধা (দক্ষিন ভাইজোড়া),  প্রমুখ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং মোহাম্মাদ মিজানুর রহমান (দক্ষিন গুদিঘাটা) বর্তমানে চেয়ারম্যান পদে অধিষ্টিত আছেন। মুক্তিযোদ্ধা সুলতান আহমদ মৃধা ইউনিয়ন ত্রান কমিটির মনোনিত চেয়ারম্যান ছিলেন। আবদুল ওয়াহেদ (উত্তর কাকচিড়া) ও আবদুল ওয়াজেদ (উত্তর কাকচিড়া) ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট/ভাইস-চেয়ারম্যান ছিলেন বলে জানা যায়। কবি সাহিত্যিক হিসাবে আছেন ড. সেলিনা হোসেন (কথা সাহিত্যিক) ও সভাপতি হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ।